প্রকাশিত: Fri, May 5, 2023 3:29 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM

গাজীপুর সিটি নির্বাচন

ইসির আপিল বিভাগে টেকেনি জাহাঙ্গীরের প্রার্থিতা, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

এম এম লিংকন: নির্বাচন কমিশনের আপিল বিভাগেও গাজীপুর সিটির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার আপিলের শুনানি শেষে আমাদের নতুন সময়কে এই তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া। মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আমাদের নতুন সময়কে বলছেন, আমার প্রতি বারবার অবিচার হচ্ছে। প্রার্থিতা ফিরে পেতে এবার উচ্চ আদালতে যাব। 

ইসি সূত্রে জানা যায়, মঙ্গলবার গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়ন বাছাইয়ে বাদ পড়া মোট সাতজন প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন। তাদের মধ্যে আলোচিত মেয়র প্রার্থী, গাজীপুর সিটির সাবেক মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলম, একজন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

আপিলের শুনানিতে জাহাঙ্গীর আলমসহ তার দুজন আইনজীবী উপস্থিত ছিলেন। শুনানিতে তারা পুনঃতফসিলীকরণের জন্য টাকা জমা দেওয়া এবং জামিনদার খেলাপি হয় না বলে দাবি করেন। 

উভয় পক্ষের বক্তব্য শুনে আপিলকারী কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন। 

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম কাউন্সিলর পদে একজন প্রার্থীর টাকা জমার রসিদে কোড নম্বর ভুল থাকায় বাতিল হওয়া মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। নিজে  ঋণ না নিয়েও হয়েও আমাকে ঋণ খেলাপি বানানো হচ্ছে। ইসির চাহিদা অনুযায়ী সব কাগজ পত্র জমা দিয়েছি, তারপরও আপিলে প্রার্থিতা ফিরে পাইনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব